প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

টিকটক বন্ধে মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে টিকটক বন্ধে মিললো মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পর বিলটি পাশ হয়েছে উচ্চকক্ষ সিনেটেও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে আজই আইন হিসেবে মিলবে চূড়ান্ত অনুমোদন।

চীনা মালিকানাধীন বলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় মঙ্গলবার সিনেটে টিকটক বন্ধের পক্ষে ভোট দেন ৭৯ আইনপ্রণেতা। বিপক্ষে ভোট পড়ে ১৮টি। আইন হিসেবে কার্যকর হলে মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটক বিক্রির জন্য নয় মাসের সময় বেঁধে দেয়া হবে।

এদিকে, চীন সরকারকে মার্কিন গ্রাহকদের তথ্য দেয়ার অভিযোগ বারবারই প্রত্যাখ্যান করে এসেছে টিকটক। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে কংগ্রেসের সঙ্গে লবি ও বিজ্ঞাপনে চলতি বছর টিকটক ও বাইটড্যান্স ৭০ লাখ ডলারের বেশি খরচ করেছে বলে জানিয়েছে সিএনবিসি। যুক্তরাষ্ট্রে বর্তমানে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি।

এসএসএস