ওশেনিয়া
বিদেশে এখন
0

সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা: বাধা দিলেই জরিমানা করবে অস্ট্রেলিয়া

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাধা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা গুণতে হবে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার সরকার।

আজ (বৃহস্পতিবার, ২১ নভেম্বর) পার্লামেন্টে ‘অনলাইন সেফটি অ্যাক্ট’-এর একটি সংশোধনী প্রস্তাবে এ সংক্রান্ত নীতিমালা উত্থাপন করেন দেশটির যোগযোগ মন্ত্রী, মিশেল রোল্যান্ড।

সামাজিক মাধ্যম ব্যবহারে ওপর এই বিশেষ নীতি বাস্তবায়িত হলে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও উল্লেখ করেন যোগাযোগ মন্ত্রী।

বিশেষ এই প্রস্তাবনায়, ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আলবেনিজ প্রশাসন। নতুন নীতি বাস্তবায়িত হলে, ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করতে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে সামাজিক মাধ্যমগুলোকে।

এমনটা না করলে সর্বোচ্চ তিন কোটি ২৫ লাখ মার্কিন ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। এতে করে টিকটক, এক্স, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক মাধ্যম বিপাকে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এসএস