প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

স্পটিফাইয়ে গান যুক্ত করতে নতুন সুবিধা

বর্তমান সময়ে শর্ট ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এদিক থেকে টিকটক বা ইনস্টাগ্রামে নতুন গান বা শিল্পী খুঁজে পাওয়া সাধারণ বিষয়। এর অংশ হিসেবে এবার স্পটিফাইয়ের সঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। নাইনটুফাইভ ম্যাক প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, পোস্ট ও রিলে থাকা গান স্পটিফাইয়ের তালিকায় যুক্ত করা যাবে। বিশেষ করে ইনস্টাগ্রামের কোনো পোস্টে যদি গান ব্যবহার করা হয় এবং ডিসপ্লের নীচের দিকে লিংক করা থাকে তাহলে এ সুবিধা পাওয়া যাবে।

এজন্য গানের নামের ওপর ক্লিক করে অডিও প্রিভিউ পেজে যেতে হবে। সেখানে অডিও স্ক্রাবারে অ্যাড উইথ স্পটিফাই নামের একটি বাটন দেখা যাবে।

বাটনটিতে চাপ দেয়ার পর সেটি স্পটিফাই লাইব্রেরিতে লিংকড সংস তালিকায় যুক্ত হয়ে যাবে। তবে এজন্য প্রথমে স্পটিফাই ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে যুক্ত করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত করার পর এক চাপেই গান যুক্ত করা যাবে।

বর্তমানে বিশ্বের সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে দেয়ার জন্য কাজ করছে ইনস্টাগ্রাম। এর আগে আগস্ট মাসে ডেভেলপার অ্যালেজান্দ্রো পালুজি দুটি অ্যাপের মধ্যে অন্য ধরনের একটি ইন্টিগ্রেশন ফিচারের বিষয়ে জানতে পেরেছিল।

এটি আবার আগেরটির বিপরীত। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্পটিফাইয়ে শোনা সব গান তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করতে পারবে। শেয়ার করার পর এটি নোট হিসেবে প্রোফাইলে থাকা ছবির উপরে আসবে।

গত বছর থেকে টিকটক ভিডিও থেকে শোনা গান মিউজিক স্ট্রিমিং লাইব্রেরিতে যুক্ত করার সুবিধা চালু করেছে। শুধু স্পটিফাই নয়, অ্যাপল ও অ্যামাজন মিউজিকেও এ ‍ফিচার ব্যবহার করা যায়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর