গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

শিগগিরই বিশ্ববাজারে আসবে শাওমির স্মার্ট ব্যান্ড ৯

গত মাসে চীনের বাজারে মিক্স ফোল্ড ৪ ও মিক্স ফ্লিপ উন্মোচন করেছে শাওমি। এর পাশাপাশি বর্তমানে গুঞ্জন উঠেছে স্মার্ট ব্যান্ড ৯ ও শিগগিরই বিশ্ববাজারে আসবে। প্রযুক্তি খাতের টিপস্টার আরসেন লুপিন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ডিভাইসটি কবে নাগাদ আন্তর্জাতিক বাজারে আসবে সে বিষয়ে তিনি কিছু জানান নিভ

আগে অ্যামাজন ইতালির ওয়েবসাইটে ১৯ আগস্ট ডিভাইসটি বাজারজাতের বিষয়ে জানানো হয়েছিল। তবে এখানে ডিভাইসটির দাম সংক্রান্ত কোনো তথ্য দেয়া হয়নি।

চীনের বাজারে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ২৪৯ ইউয়ান বা ৩৫ ডলার। ওয়্যারেবল ডিভাইসটির দুটি মডেল রয়েছে। একটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) রয়েছে এবং অন্যটি সিরামিক স্পেশাল এডিশন। এগুলোর মূল্য যথাক্রমে ২৯৯ ইউয়ান (৪১ ডলার) এবং ৩৪৯ ইউয়ান (৪৮ ডলার)।

গ্যাজেটস অ্যান্ড ওয়্যারেবলের তথ্যানুযায়ী, অ্যামাজন ইতালিতে ডিভাইসটি ৪৭ ডলার মূল্যে আসতে পারে। যা আগের ভার্সনের তুলনায় কিছুটা বেশি। যে কারণে প্রযুক্তিবিদরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে ডিভাইসটির দাম সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। বৈশিষ্ট্য বা সুবিধা ভেদে মডেলগুলোর দামে পার্থক্য হতে পারে।

শাওমির স্মার্ট ব্যান্ড ৯ এ ১ দশমিক ৬২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ২০০ নিটস, রেজোলিউশন ১৯২*৪৯০ এবং পিক্সেল ডেনসিটি ৩২৬ পিপিআই। ডিভাইসটিতে ২০০ এর বেশি ওয়াচফেস সাপোর্ট করবে।

আগের তথ্যানুযায়ী, কিছু ডিভাইসে এনএফসি কয়েল থাকবে যেটি কোনো স্পর্শ ছাড়াই পেমেন্টের সুবিধা দেবে। শাওমি স্মার্ট ব্যান্ড ৯ এ থ্রি-এক্সিস এক্সিলারোমিটার, জায়রোস্কোপ, পিপিজি ও অ্যাম্বিয়েন্ট লেইট সেন্সর রয়েছে।

ডিভাইসটিতে ২৩৩ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এক বার ফুল চার্জ দেয়ার পর এটি অলয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচার চালু অবস্থায় ২১ দিন এবং বন্ধ অবস্থায় ৯ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি কোম্পানির। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ভার্সন ৫.৪, ব্যাসিক মিউজিক কন্ট্রোল, মেসেজিং রিপ্লাই ও ওয়েদার আপডেট ফিচার রয়েছে। — গিজমোচায়না

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর