গত মাসে চীনের বাজারে মিক্স ফোল্ড ৪ ও মিক্স ফ্লিপ উন্মোচন করেছে শাওমি। এর পাশাপাশি বর্তমানে গুঞ্জন উঠেছে স্মার্ট ব্যান্ড ৯ ও শিগগিরই বিশ্ববাজারে আসবে। প্রযুক্তি খাতের টিপস্টার আরসেন লুপিন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ডিভাইসটি কবে নাগাদ আন্তর্জাতিক বাজারে আসবে সে বিষয়ে তিনি কিছু জানান নিভ