চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচার করবে ওপেন এআই

চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি | ছবি: সংগৃহীত
0

নিজেদের আয় বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিতে যাচ্ছে মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই। তবে প্রথমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন চালু করা হবে। মূলত এ প্রযুক্তির উন্নয়ন ব্যয় মেটাতেই কোম্পানির এ উদ্যোগ বলে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।

প্রথম ধাপে যারা বিনামূল্যে পরিষেবাটি ব্যবহার করছেন তাদের চ্যাটবটে বিজ্ঞাপন চালু করা হবে। এছাড়া নতুন ‘চ্যাটজিপিটি গো’ সাবস্ক্রিপশন ব্যবহারকারীরাও বিজ্ঞাপন দেখতে পাবেন। গত শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিজ্ঞাপন চালু হবে। প্রতিষ্ঠানটি আরও জানায় বিজ্ঞাপনগুলো মূল উত্তর বা চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা থাকবে।

তবে চ্যাটজিপিটি প্লাস বা প্রো-এর মতো দামি সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানো হবে না। এছাড়াও বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের প্রশ্ন-উত্তরকে প্রভাবিত করবে না বলেও জানানো হয়। সেই সঙ্গে তারা বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করবে না বলে জানিয়েছে ওপেন এআই।

আরও পড়ুন:

এ পদক্ষেপটি প্রতিষ্ঠানটির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটি সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের ওপর নির্ভরশীল ছিলো। লোকসানের মুখে থাকা প্রতিষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো গড়ে তুলতে ১ ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করার পরিকল্পনা নিয়েছে।

ওপেনএআই জানায়, ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য বিজ্ঞাপন সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বা রাজনীতির মতো সংবেদনশীল বিষয়ে আলোচনার সময় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটি বিজ্ঞাপনের মাধ্যমে বড় ধরনের আয় করলেও তা ব্যবহারকারীদের আস্থা কমিয়ে দিতে পারে।

এফএস