মার্কিন অ্যান্টিট্রাস্ট রায়ের বিরুদ্ধে গুগলের আপিল

গুগলের লোগো
গুগলের লোগো | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের একটি যুগান্তকারী অ্যান্টিট্রাস্ট রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ওই রায়ে বলা হয়, অনলাইন সার্চে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে আইন লঙ্ঘন করেছে গুগল। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ আমিত মেহতা এ রায় দেন, যেখানে গুগলের আধিপত্য সীমিত করতে তার সার্চ ইনডেক্সের কিছু অংশ প্রতিযোগীদের সঙ্গে শেয়ার এবং প্রতিযোগীদের তাদের প্লাটফর্মে গুগলের সার্চ রেজাল্ট দেখানোর নির্দেশ দেয়া হয়েছিল।

তবে গুগল বলেছে, ব্যবহারকারীরা স্বেচ্ছায় তাদের সেবা ব্যবহার করে, বাধ্য হয়ে নয়। রেগুলেটরি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহল্যান্ড বলেছেন, ‘এ নির্দেশনা ব্যবহারকারীর গোপনীয়তা বা প্রাইভেসিকে ঝুঁকিতে ফেলতে পারে এবং নতুন উদ্ভাবন প্রযুক্তির ক্ষেত্রেও বাধা তৈরি করতে পারে।’

আরও পড়ুন :

গুগলের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ আমিত মেহতার রায় তাদের কোম্পানির দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং জেনারেটিভ এআইয়ের উত্থানকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

এদিকে একই সময়ে, ইউরোপেও গুগলের এআই নির্ভর সার্চ সামারাইজেশন ফিচার নিয়ে তদন্ত চলছে, যেখানে ওয়েবসাইটের তথ্য ব্যবহারে যথাযথ ক্ষতিপূরণ না দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট সাম্প্রতিক সময়ে ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে কোম্পানির অপরিবর্তনশীল প্রভাবের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

এএম