কম্পিউটারের যন্ত্রাংশের দাম চড়া: প্রসেসর, মাদারবোর্ড ও র‍্যামের বাজার অস্থির

কম্পিউটারের যন্ত্রাংশের দাম
কম্পিউটারের যন্ত্রাংশের দাম | ছবি: এখন টিভি
0

চলতি সপ্তাহে রাজধানীর কম্পিউটার বাজারে প্রসেসর (Processor), মাদারবোর্ড (Motherboard) ও র‍্যামের (RAM) দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন কম্পিউটার মার্কেট  (Computer Hardware Price Update 2026) ঘুরে দেখা গেছে, মডেলভেদে প্রসেসরের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাদারবোর্ডের দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। এছাড়া গেমিং ও উচ্চক্ষমতার কম্পিউটারের (High-performance PC) চাহিদা বাড়ায় আরজিবি মডেলের র‍্যামের (RGB RAM) ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে, যার ফলে এগুলোর দামও ঊর্ধ্বমুখী।

প্রসেসরের বর্তমান বাজার দর (Processor Price in Bangladesh)

ইন্টেল (Intel):

  • কোর আলট্রা ৯ ২৮৫কে (Core Ultra 9 285K) ৫.৭০ গি.হা.: ৭২,০০০ টাকা।
  • কোর আই-৯ ১৪ প্রজন্ম (Core i9 14th Gen): ৫৫,০০০ টাকা।
  • কোর আলট্রা ৫ ২৪৫ কেএফ (Core Ultra 5 245KF): ৩৮,০০০ টাকা।
  • কোর আই-৫ ১৩ প্রজন্ম (Core i5 13th Gen): ১৯,৫০০ টাকা।
  • কোর আই-৩ ১৩ প্রজন্ম (Core i3 13th Gen): ১৬,৫০০ টাকা।

আরও পড়ুন:

এএমডি (AMD Ryzen):

  • রাইজেন-৯ ৭৯০০এক্স (Ryzen 9 7900X): ৪২,০০০ টাকা।
  • রাইজেন-৭ ৫৭০০জি (Ryzen 7 5700G): ১৯,০০০ টাকা।
  • রাইজেন-৫ ৫৬০০জি (Ryzen 5 5600G): ১৬,০০০ টাকা।

মাদারবোর্ড ও র‍্যামের দাম (Motherboard & RAM Price)

মাদারবোর্ড:

  • আসুস প্রাইম এইচ৬১০এম (Asus Prime H610M): ১০,৬০০ টাকা।
  • গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (Gigabyte B760M Gaming X): ২০,০০০ টাকা।
  • এমএসআই প্রো এইচ ৬১০ এম-জি (MSI Pro H610M-G): ১১,০০০ টাকা।

র‍্যাম:

  • করজেয়ার ভেনজিন্স ৮ জিবি ডিডিআর ৪ (Corsair Vengeance 8GB DDR4): ৭,০০০ টাকা।
  • জিস্কিল ট্রাইডেন্ট জেড আরজিবি (G.Skill Trident Z RGB): ৮,৬০০ টাকা।
  • কিংস্টন ফিউরি আরজিবি ১৬ জিবি ডিডিআর ৫ (Kingston Fury RGB 16GB DDR5): ২৭,০০০ টাকা।

আরও পড়ুন:

স্টোরেজ ও গ্রাফিক্স কার্ড (SSD, HDD & Graphics Card)

বাজারে এসএসডি (SSD) ও বহনযোগ্য হার্ডডিস্কের (Portable HDD) দামেও কিছুটা পরিবর্তন এসেছে। স্যামসাং ৯৯০ প্রো ১ টেরাবাইট এনভিএমই (Samsung 990 Pro 1TB NVMe) এসএসডি এখন ১৯,০০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ট্রান্সসেন্ড ২ টে.বা. স্টোরজেট (Transcend 2TB StoreJet) হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে ১২,৫০০ টাকায়।

গ্রাফিক্স কার্ডের বাজারে এমএসআই আরটিএক্স ৫০৮০ ১৬জি (MSI RTX 5080 16GB) এর দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। আর বাজেট গেমিংয়ের জন্য আরটিএক্স ৩০৫০ (RTX 3050) পাওয়া যাচ্ছে ২৮,৫০০ থেকে ২৯,০০০ টাকার মধ্যে।

আরও পড়ুন:

মনিটর, কি-বোর্ড ও অন্যান্য এক্সেসরিজ (Monitor & Accessories)

মনিটরের ক্ষেত্রে আসুস ২৪ ইঞ্চি (Asus 24 inch Monitor) ১৫,০০০ টাকা এবং স্যামসাং ওডিসি জি৫ (Samsung Odyssey G5) ৪০,৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া জনপ্রিয় লজিটেক কে১২০ (Logitech K120) কি-বোর্ড পাওয়া যাচ্ছে ৭৭০ টাকায়। নেটওয়ার্কিংয়ের জন্য টিপি-লিংক আর্চার সি৬৪ (TP-Link Archer C64) রাউটার বিক্রি হচ্ছে ৩,২০০ টাকায়।

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন বাজারে যন্ত্রাংশের দামে কিছুটা হেরফের হতে পারে এবং পূর্ণাঙ্গ পিসি বিল্ডের (PC Build) ক্ষেত্রে সার্ভিস চার্জ যুক্ত হবে।

আরও পড়ুন:

এসআর