কম্পিউটারের যন্ত্রাংশের দাম চড়া: প্রসেসর, মাদারবোর্ড ও র্যামের বাজার অস্থির
চলতি সপ্তাহে রাজধানীর কম্পিউটার বাজারে প্রসেসর (Processor), মাদারবোর্ড (Motherboard) ও র্যামের (RAM) দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন কম্পিউটার মার্কেট (Computer Hardware Price Update 2026) ঘুরে দেখা গেছে, মডেলভেদে প্রসেসরের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাদারবোর্ডের দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। এছাড়া গেমিং ও উচ্চক্ষমতার কম্পিউটারের (High-performance PC) চাহিদা বাড়ায় আরজিবি মডেলের র্যামের (RGB RAM) ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে, যার ফলে এগুলোর দামও ঊর্ধ্বমুখী।