দেশের বাজারে গিগাবাইটের নতুন মিনি মাদারবোর্ড
বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে কম্প্যাক্ট স্পেসে পাওয়ারফুল ডেস্কটপ পারফরম্যান্সের চাহিদা। এ ইনক্রিজিং ডিমান্ড ফিলআপ করতে বিশ্বের পরিচিত কম্পিউটার হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার গিগাবাইট নিয়ে এসেছে তাদের নতুন মিনি মাদারবোর্ড গিগাবাইট বি এইট ফিফটি আই অরাস পিআরও (মিনি-আইটিএক্স)।