প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে টাউনশিপ কাউন্সিলে শপথ নিলেন রিদওয়ানা
যুক্তরাষ্ট্রের নিউজার্সির পরিচিত শহর ব্রিজওয়াটার টাউনশিপ কাউন্সিলে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন রিদওয়ানা ইসলা। তিনি এ কাউন্সিলের প্রথম দক্ষিণ এশীয় ও প্রথম মুসলিম সদস্য এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাচিত মাত্র পাঁচজন বাংলাদেশি-আমেরিকান নারীর একজন।