আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি ভুয়া: বাংলাদেশ দূতাবাস

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোববার (২১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি সংযুক্ত আরব আমিরাত। গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি এসেছে ভুয়া ওয়েবসাইটের তথাকথিত একটি আর্টিকেলের সূত্র ধরে। 

আরও পড়ুন:

তদন্তে দেখা গেছে, ওয়েবসাইটটির তথ্যে রয়েছে অসংগতি। যোগাযোগ ঠিকানা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের হলেও, দুবাইয়ের যে হেড অফিসের ঠিকানা উল্লেখ করা হয়েছে— তা বাস্তবে নেই।

এছাড়া গ্রাহক রিভিউ বিশ্লেষণে দেখা গেছে, বহু মানুষ আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এ ওয়েবসাইটের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে এ ধরনের ভুয়া তথ্য বা গুজবে বিভ্রান্ত না হতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

এসএইচ