তিনি জানান, এই সংগঠন দীর্ঘ ১২ বছরের সফল যাত্রায় সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার এক অনন্য নজির স্থাপন করে আসছে ।
দীর্ঘ এই পথচলায় এবার আয়েবা ইউরোপের বর্তমান নিরাপত্তা ও অভিবাসন পরিস্থিতিকে সামনে রেখে নতুন ও সময়োপযোগী একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে সিকিউরিটি শেনজেন ইনফরমেশন সিস্টেম (এসআইএস), যা ইউরোপের অন্যতম বৃহত্তম ও সর্বাধিক ব্যবহৃত তথ্য বিনিময় ব্যবস্থা।
এ ব্যবস্থার মাধ্যমে অনিবন্ধিত অনেক অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। অনেকে অজান্তেই বিভিন্ন দেশের আইনগত প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছেন, যার ফলে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কাও দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, ‘আয়েবার পক্ষ থেকে এসআইএস সমস্যা সমাধানে জোরালোভাবে দাবি জানানো হয়েছে। বিশেষ করে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনের দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে এবং আয়েবা ডেলিগেশন অচিরেই তাদের সাথে সরাসরি আলোচনায় বসবে।’
এ সময় তিনি আরো বলেন, ‘আয়েবার প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীনের নির্দেশনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বার্তা তুলে ধরা হলো। আয়েবা আশা করে, সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের বর্তমান সংকট সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে মহাসচিব ছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি ফকরুল আকম সেলিম (ফ্রান্স), মাহারুল ইসলাম মিন্টু (স্পেন), বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু, এমদাদুল হক স্বপন প্রমুখ।