প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে দেশি-বিদেশি কূটনৈতিক, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও কর্মীদের জন্য ইফতার আয়োজন করেছে বাংলাদেশি সুগন্ধী প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপ।
এদিন, বিকাল হতে না হতেই দূরদূরন্ত থেকে হারামাইন গ্রুপের কারখানার মাঠে জড়ো হতে শুরু করেন প্রবাসীরা। জানান, সম্প্রীতির টানে প্রতিবছরই এই আয়োজনে ছুটে আসেন তারা। আবদ্ধ হন ভ্রাতৃত্বের বন্ধনে।
প্রবাসী বাংলাদেশিদের একজন বলেন, ‘অনেকদিন পর সবার সাথে দেখা করতে বের হয়েছি। ইবাদাত বন্দেগির পাশাপাশি একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় আমাদের সংস্কৃতির একটা অংশ।’
আরেকজন বলেন, ‘এখানে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ প্রতিবছর আসে, আমরাও প্রতিবছর আসি এখানে। আলহামদুলিল্লাহ এটা বাঙালি হিসেবে আমাদের জন্য একটা গর্বের বিষয়।’
এক দশকেরও বেশি সময় ধরে বৃহত্তর এই আয়োজনে শরিক হচ্ছেন প্রবাসীরা। তারা বলছেন, প্রবাসে এমন আয়োজন ধর্মীয় সম্প্রীতি পাশাপাশি পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা ও সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি করে দেয়।
প্রবাসীদের একজন বলেন, ‘এখানে প্রায় ১৫ থেকে ২০ বছর যাবৎ এই আয়োজন করা হচ্ছে।’
মাহফিলে আমন্ত্রিত অতিথিদের নজর কেড়েছে দেশি-বিদেশি নানা পদের ইফতার সামগ্রী ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবার। নিরাপত্তার দায়িত্বে ছিল স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। আর অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্ব পালন করেন কারখানার কয়েকশ শ্রমিক।
আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির বলেন, ‘প্রত্যেকবছর বিভিন্ন দেশে আমাদের কোম্পানির শাখাগুলোতে আমরা এই আয়োজন করে থাকি।’
প্রবাসীরা বলছেন, বৃহৎ পরিসরের সম্মিলিত এমন ইফতার আয়োজন দেশের বাইরে বাংলাদেশ কমিউনিটিকে আরও উজ্জীবিত করে।