বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে মালয়েশিয়া। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটেছে দেশটির আইকনিক স্থাপনা কেএলসিসি প্রাঙ্গণে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানতে স্থানীয় সময় রাত ১০টা থেকে সঙ্গীত পরিবেশনা শুরু হয় আরেক ঐতিহ্যবাহী স্থাপনা কেএল টাওয়ারে। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু এই স্থাপনায় চলে আতশবাজির প্রদর্শনী।
উৎসব আমেজ ছিল গোটা কুয়ালালামপুর শহরে। দর্শনার্থীদের যাতায়াতে রাত ৩টার পরও সেবা দিয়েছে বিভিন্ন গণপরিবহন। নতুন বছরকে বরণ করে নিতে এদিন মালয়েশিয়ার রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। সেখানে যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
গতবছরের গ্লানি মুছে নতুন বছর হবে আরো সম্ভাবনাময়। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান- ২০২৫ সালে এটাই প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসীদের। আর দেশটিতে যারা অবৈধভাবে বসবাস করছেন তারা নতুন বছরে বৈধভাবে দেশে থাকার সুযোগ পাবেন এমন আশার কথাও জানিয়েছেন কেউ কেউ।
বছরের প্রথম প্রহরে রাজধানী কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য শহরগুলোতেও আয়োজনের কোনো কমতি ছিল না। স্থানীয়দের পাশাপাশি এসব আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরাও।