শ্রমিক ঘাটতি মেটাতে ২০২৫ সালে ১ লাখ ৮১ হাজার শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করেছে ইতালি সরকার। তবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম থাকায় ভিসা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন ইতালি যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশি, পাকিস্তানি ও শ্রীলঙ্কানরা।
বিগত বছরগুলোতেও বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে পাসপোর্ট আটকে পড়াসহ ভিসা জটিলতার ঘটনা ঘটেছে। এসব জটিলতা নিরসনে ইতোমধ্যেই ইতালির বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজ শুরু করার দাবি জানিয়েছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস। কঠোর যাচাই-বাছাই করার পর সঠিক আবেদনকারীদের দ্রুত ভিসা নিশ্চিতের বিষয়ে এবার আশার কথা শোনালেন রাষ্ট্রদূত।
ইতালির রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এই টি এম রকিবুল হক বলেন, ‘তারা অনুসন্ধান করার পরে যারা সঠিক নুলস্তা পাবে তাদেরকে ভিসা দেবে।’
চলতি নভেম্বরের ১ থেকে ৩০ তারিখের মধ্যে যারা সঠিকভাবে আবেদন পত্র পূরণ করবেন, তারাই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্লিক ডে'র মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দালাল চক্রের প্রভাব কিছুটা কমার পাশাপাশি দেশের সুনাম বাড়বে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। এতে গতি বাড়বে রেমিট্যান্স প্রবাহেও।