প্রবাস
0

লোভনীয় বিজ্ঞাপনে প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিতে প্রতারণার পসরা সাজিয়ে বসেছে প্রতারক চক্ররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা হচ্ছে রেমিট্যান্স যোদ্ধাদের। ইতোমধ্যে এমন ডিজিটাল প্রতারণার ফাঁদে পা দিয়ে অর্থও খুইয়েছেন অনেক প্রবাসী।

বিদেশের মাটিতে দিনরাত কঠোর পরিশ্রম করেন একেকজন প্রবাসী। যাদের পাঠানো রেমিট্যান্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা। কিন্তু তাঁদের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পাতছে বেশ কয়েকটি চক্র।

মালয়েশিয়া প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে তাদের দুর্বল জায়গাগুলোকে বেছে নিচ্ছে প্রতারকরা। সে অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে চলে আকৃষ্ট করার চেষ্টা। এরমধ্যে প্রথমেই রয়েছে ভোগান্তি ছাড়া ঘরে বসে কম সময়ের মধ্যে দেশে রেমিট্যান্স পাঠানোর প্রলোভন। এছাড়া বিদেশি মুদ্রার চলমান বাজার দরের চেয়ে বেশি অর্থ দেয়ার অফার। এমনকি প্রবাস জীবনে একাকিত্ব দূর করা, লটারির টিকেট জেতার তদবির, কবিরাজি সমাধান এবং হুন্ডি ব্যবসা করে অধিক মুনাফা আয়সহ আরো নানা প্রলোভন।

ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রতারণার ফাঁদে পা দিয়ে ইতোমধ্যে বহু অর্থ খুইয়েছেন অনেক মালয়েশিয়া প্রবাসী।

আস সুন্নাহ টেলিকম ও সৌদি টেলিকম নামের অ্যাপসের মাধ্যমে হুন্ডি ব্যবসা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন জানান ভুক্তভোগীরা। শুরুতে অল্প অর্থ লেনদেন করিয়ে বিশ্বস্ততা অর্জনের পর নানা কৌশলে বড় পরিমাণ অর্থ নিয়ে আইডি ব্লক বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারক চক্র। সাধারণত এ ধরনের অ্যাপস প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকে না, প্রতারকদের দেয়া লিংকের মাধ্যমে ইনস্টল করতে বলা হয়। বিশ্বস্ততা অর্জনের জন্য অনেক সময় ইসলামিক নামে অ্যাপস বানায় প্রতারকরা।

এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত নারীদের আইডি এড়িয়ে চলাসহ অর্থ সংশ্লিষ্ট কোনো ধরনের লোভনীয় অফারে আকৃষ্ট না হওয়ার পরামর্শ সচেতন প্রবাসীদের।

ইএ