প্রবাস
0

নিউইয়র্কে বাংলা নববর্ষ বরণের ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণের ঘোষণা দিয়েছে দেশটিতে বসবাসরত বাঙালিরা। আগামী ১৩ ও ১৪ এপ্রিল শতাধিক কণ্ঠে বরণ করে নেয়া হবে বাংলা নতুন বছর ১৪৩১।

হাজার মাইল দূরে থেকেও প্রবাসীরা হৃদয়ে লালন করছেন লাল-সবুজের বাংলাদেশ। তাই তো দেশটিতে থাকা রেমিট্যান্স যোদ্ধারা শীতের বৈরি আবহাওয়া উপেক্ষা করে নিউইয়র্কে জড়ো হয়েছেন। উপলক্ষ্য বাংলা বর্ষ ১৪৩০ এর চেয়ে নতুন বর্ষকে আরও জাঁকজমকভাবে বরণ করা।

এরইমধ্যে ১৪৩১ বঙ্গাব্দকে বরণের দিনক্ষণ ঠিক করেছে আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। যেখানে বলা হয়, নিউইয়র্কের টাইমস স্কয়ার ও জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে ১৩ ও ১৪ এপ্রিল নতুন বছরকে বরণ করে নেয়া হবে।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা বলেন, ‘আমরা বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে চাই। আর টাইমস স্কয়ার থেকে এই সংস্কৃতি আমেরিকার ৫২টি রাজ্যে ছড়িয়ে যাবে।’

প্রথমবারের মতো নিউইয়র্ককের টাইমস স্কয়ারে ১৪৩০ বঙ্গাব্দ বরণের আয়োজন করা হয়। বর্ষবরণের সেই আয়োজনের নেতৃত্বে ছিলেন শত কন্ঠে বর্ষবরণ মহড়ার পরিচালক মহীতোষ তালুকদার তাপস। এবারও তার পরিচালনায় বর্ষবরণ করা হবে।