মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের আয়োজিত এক সভায় প্রবাসের ব্যস্ততার লাগাম টেনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করতে এক হন নানা শ্রেণি পেশার প্রবাসীরা। শপথ নেন সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার।
মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি নেতা মো. কামরুজ্জামান কামাল বলেন, 'পরাধীনতার গ্লানি মুছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে স্বাধীনতার উল্লাস আজ আমরা প্রবাসে পালন করছি।'
প্রবাসী কমিউনিটি নেতা জালাল উদ্দিন সেলিম বলেন, 'প্রবাসী বাংলাদেশি সবাই সঠিক পথে রেমিট্যান্স পাঠাবে এ আশা করি, এতে বাংলাদেশের বিজয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।'
এর আগে সকালে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে কষ্টার্জিত অর্থ সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন অপকর্মে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানানো হয় সভায়।
মালয়েশিয়ায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর বলেন, 'দেশকে এগিয়ে নিতে সবার একসাথে কাজ করতে হবে। প্রবাসীরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
বিজয়ের এ দিনে কষ্টে অর্জিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও জানান প্রবাসীরা।