২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

চাঁপাইনবাবগঞ্জের একটি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র
চাঁপাইনবাবগঞ্জের একটি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র | ছবি: এখন টিভি
0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৫৯৩ জন ভর্তি হয়েছে। আজ (শনিবার, ২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮, ঢাকা উত্তর সিটিতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ নতুন রোগী ভর্তি হয়েছেন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৪৮৬ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ২২২ জন ঢাকার বাইরের।

এফএস