ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৪৫

হাসপালে ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপালে ডেঙ্গু আক্রান্ত রোগী | ছবি: এখন টিভি
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৭৪৫ জন ভর্তি হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন:

এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৫৭ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ২৬০ জন ঢাকার বাইরের।

এফএস