দেশে বিভিন্ন রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার

স্বাস্থ্য
0

দেশে প্রতি বছর মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যান্সারে কারণে হয়। আর নতুন রোগী হয় প্রতি লাখে ৫৩ জন। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চলমান গবেষণা ফলে এ তথ্য দেয়া হয়। গবেষণায় আরো বলা হয় নতুন যুক্ত হওয়া ক্যান্সার রোগীদের মধ্যে ফুসফুস, লিভার এবং স্বরযন্ত্রের ক্যান্সার রোগীর সংখ্যা বেশি।

দেশে ক্যান্সার রোগীর সঠিক সংখ্যা এবং ধরণ নির্ধারণে ২০২৩ সালের জুলাই মাস থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে একটি গবেষণা কার্যক্রম চলে। যেখানে দেখা যায় দেশে বিভিন্ন রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার।

আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতাল বিএসএমএমইউতে পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগ আয়োজিত বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলে এসব তথ্য দেয়া হয়।

গবেষণায় ৩৮টি ভিন্ন ধরনের ক্যান্সার শনাক্ত হয়। রোগীদের মধ্যে ১৮ থেকে ৭৫ বছর বয়সীরাই বেশি। এর মধ্যে প্রধান পাঁচটি ক্যান্সার হলো স্তন ক্যান্সার, ঠোঁট ও মুখগহ্বর, পাকস্থলী, স্বরযন্ত্র এবং জরায়ুমুখের ক্যান্সার।

গবেষণায় আরও জানানো হয়, পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, লিভার ও স্বরযন্ত্র এবং নারীদের ক্ষেত্রে লিভার, জরায়ুমুখ, এবং খাদ্যনালির ক্যান্সার বেশি। এগুলো কেন বাড়ছে এবং প্রতিকার নিয়ে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা।

গবেষণা কার্যক্রমটি এখনও সম্পন্ন হয়নি। আগামীতে যাতে এ ধরনের কার্যক্রম বিএসএমএমইউ ছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে যাতে হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।

আগামী এক মাসের মধ্যে ক্যান্সার হাসপাতালে দু'টি রেডিওলজি মেশিন দেয়া হবে। আর এক সপ্তাহের মধ্যে দেশের আট বিভাগে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেয়া হবে বলেও জানানো হয়।

এসএস