স্বাস্থ্য
0

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মুত্যু ৭, হাসপাতালে ভর্তি ৫৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৫২৯ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৬ জন। এ বছর ডেঙ্গুতে ৯৬ হাজার ২২৮ জন আক্রান্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন এবং উত্তর সিটি করপোরেশনে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন এবং উত্তর সিটি করপোরেশনে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন আরও ১৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে ৩৬৪ জন। গেলো বছরগুলোতে শীতের প্রকোপে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত চলে এলেও এখন ডেঙ্গুর রোগীর সংখ্যা কমেনি।

এসএস