২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মুত্যু ৭, হাসপাতালে ভর্তি ৫৯৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৫২৯ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৬ জন। এ বছর ডেঙ্গুতে ৯৬ হাজার ২২৮ জন আক্রান্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন এবং উত্তর সিটি করপোরেশনে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।