ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়া অধিদপ্তর ভবন | ছবি: সংগৃহীত
0

ঢাকা ও এর আশেপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আজ (শনিবার,৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। ছাড়াও দিনের তাপমাত্রা প্রায় অপরিতর্তিত থাকতে পারে।

এসময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ৯৭ শতাংশ। সেইসঙ্গে গতকালের সর্ব্বচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এফএস