এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া সপ্তাহজুড়েই ঝড়বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টি বাড়বে এবং গরম কিছুটা প্রশমিত হতে পারে।
গতকাল (সোমবার, ৩০ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৩ ও ৪ জুলাই (শুক্র ও শনিবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।