আবহাওয়া অফিস বলছে, উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর আগে গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও আজ তা কমে বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে আছে জেলা।
এছাড়া ঠাকুরগাঁওয়ে ১০ ডিগ্রি, দিনাজপুরে ১১.২ ডিগ্রি, নীলফামারী জেলার সৈয়দপুরে ১১.২ ও ডিমলাতে ১১.৫ ডিগ্রি পর্যন্ত নেমেছে তাপমাত্রা।
লালমনিরহাটে ১১.৫ ডিগ্রি, গাইবান্ধাতে ১১.৭ ডিগ্রি ও রংপুরে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।