সন্ধ্যা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে দিনাজপুরের জনপদ। গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।
আজ (শনিবার, ৭ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাস্তাঘাট। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন শীতের পোশাক।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।
আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। যা ১০ ডিগ্রি সেলসিয়াস।