শীতের শুরুতেই দিনাজপুরে তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতে
হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর আগেভাগেই শীত ঝেঁকে বসে উত্তরের জনপদ দিনাজপুরে। এরইমধ্যে শীত জেঁকে বসতে শুরু করেছে এই জনপদে। সন্ধ্যা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। তাপমাত্রা কমার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। চলতি মাসের ১০ তারিখের পর থেকে তাপমাত্রার পারদ কমতে কমতে আজ (রোববার, ১৭ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।