পরিবেশ ও জলবায়ু
0

ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টিপাত বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তারা। সেই সাথে চট্টগ্রামে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আজ (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগি দুর্বল হয়ে বাংলাদেশের স্থলভাগ পার করে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি করেছে। যা শুক্রবার রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর