পরিবেশ ও জলবায়ু
0

কাপ্তাইয়ে ধরা পড়া ১৪ ফুট লম্বা অজগর বনে অবমুক্ত

খাবারের খোঁজে মধ্যরাতে হাঁসের খামারে ঢুকে পড়ে ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ। চারটি হাঁস মেরে ফেলার পর শব্দে ঘুম ভাঙে খামারীর। কয়েক ঘণ্টার চেষ্টায় সকালে স্থানীয়রা সাপটিকে ধরতে সক্ষম হয়। পরে বন বিভাগের সহায়তায় অজগরটি বনে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা মো. ইসমাইল হোসেনের খামারে এই ঘটনা ঘটে। 

খামারী ইসমাইল হোসেন জানান, অজগর সাপটি চারটি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর রাত ৩টা থেকে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে সকালে স্থানীয়দের সহায়তায় অজগরটিকে ধরা হয়েছে। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ দুপুরের দিকে অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে কাপ্তাই বন বিভাগের কর্মীরা। 

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইং‌খিয়ংমুখ বন শুল্ক পরীক্ষণ ফা‌ড়ি স্টেশন কর্মকর্তা মো: মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধরা পড়া অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান। 

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর