ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-১ ও ১৭ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুর রহিম ও নাজমুন নাহার, ঢাকা-৯ আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী লোকমান শেখ, ঢাকা-১, ২, ৩ ও ২০ আসনের জাকের পার্টির প্রার্থী মো. লুৎফর রহমান, মো. আবুল কালাম, আব্দুর রাজ্জাক ও সাইদুর রহমান মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন।
এছাড়া ঢাকা-১৭ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে তিনি রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন।
এসময় জাকের পার্টির নেতারা জানান, দলীয় সিদ্ধান্তে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন। আর প্রার্থিতা প্রত্যাহারের কারণ আগামীকাল দলের সভায় জানানো হবে।
দলটির মহাসচিব শামীম হায়দার বলেন, ‘সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতেই কিছু আসন ছেড়ে দিচ্ছে জাকের পার্টি। আর কিছু আসনে আমরা শক্তিশালীভাবে নির্বাচন করবো।’
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সারাদেশের ৬৬টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনেকে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। এদিন কেউ প্রার্থিতা প্রত্যাহার করলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা কমবে। ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরই শুরু হবে নির্বাচনী প্রচারণা।
আরও পড়ুন: