বন্ধ হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সব কার্যক্রম
পহেলা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সব কার্যক্রম। ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখা এবং প্রতিষ্ঠানে সংস্কারের দাবিতে রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মচারীরা ভবনের সামনে গণ-অনশন করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক।