জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ, আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স প্রফেশনাল (1st Year Professional Honours) ভর্তি কার্যক্রমের সময়সীমা ঘোষণা করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। যারা প্রফেশনাল কোর্সে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

একনজরে ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২৪ ডিসেম্বর ২০২৫।
  • আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬।
  • ক্লাস শুরু: ১ মার্চ ২০২৬।
  • অফিসিয়াল ওয়েবসাইট: nu.ac.bd/admissions

আরও পড়ুন:

আবেদন প্রক্রিয়া ও ফি (Application Process and Fees)

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট (Admission Website) nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা (Application Fee) সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। ফরমটি পূরণ শেষে অবশ্যই প্রিন্ট কপি সংগ্রহ করে রাখতে হবে।

আরও পড়ুন:

মেধাতালিকা ও ক্লাসের সময়সূচী (Merit List and Class Schedule)

এবারের ভর্তি কার্যক্রমে কোনো ভর্তি পরীক্ষা হবে না। মূলত আবেদনকারীদের এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধাতালিকা (Course-wise Merit List) তৈরি করা হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে আগামী ১ মার্চ ২০২৬ থেকে।

প্রফেশনাল কোর্সের সুবিধাসমূহ (Benefits of Professional Courses)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্সের আওতায় বিবিএ (BBA), সিএসই (CSE), ইসিই (ECE), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো কর্মমুখী বিষয়গুলোতে পড়াশোনার সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রোসপেক্টাস (Prospectus) বা ইম্পর্ট্যান্ট নোটিশ অপশনটি ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

এসআর