প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা | ছবি: এখন টিভি
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় (Primary Assistant Teacher Recruitment Exam) প্রশ্নফাঁসের যে অভিযোগ চাকরিপ্রার্থীরা তুলেছেন, তার কোনো ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ পায়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। ফলে বহু প্রতিক্ষিত এই পরীক্ষা বাতিল হচ্ছে না (Exam Not Cancelled)। বর্তমানে পুরোদমে ফল প্রস্তুতির কাজ (Result Processing) চলছে এবং চলতি মাসেই ফল প্রকাশ করা হবে।

আজ (সোমবার, ১২ জানুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (Director General) আবু নূর মো. শামসুজ্জামান ও পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক এ কে মোহম্মদ সামছুল আহসানের সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে অধিদপ্তরের বক্তব্য (DPE on Question Leak Allegations)

গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (Primary Teacher Recruitment 2026) অনুষ্ঠিত হয়। প্রায় পৌনে ১১ লাখ পরীক্ষার্থী এতে অংশ নেন। পরীক্ষা চলাকালীন ডিজিটাল ডিভাইস ব্যবহার (Digital Device Forgery) করে জালিয়াতির অভিযোগে ২০৭ জনকে গ্রেফতার (Arrested) করা হয়। এর প্রেক্ষিতে একদল চাকরিপ্রত্যাশী পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন (Job Seekers Protest) শুরু করেন।

অধিদপ্তরের ডিজি জানান, অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে। কিন্তু যেসব প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল, তার সাথে মূল প্রশ্নের (Original Question Paper) কোনো মিল পাওয়া যায়নি। অর্থাৎ, এটি ছিল নিছক গুজব (Rumor)। জালিয়াতি চক্রের সদস্যরা ইতিমধ্যে আইনের আওতায় আসায় পরীক্ষা বাতিলের আর কোনো প্রশ্ন নেই।

আরও পড়ুন:

ফল প্রকাশ কবে? (Primary Result Publication Date)

প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ জানুয়ারির মধ্যে লিখিত পরীক্ষার ফল (Written Exam Result) প্রকাশ করা হবে। তবে অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি (রবিবার) ফলাফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। টেকনিক্যাল টিম (Technical Team) দিনরাত কাজ করছে যাতে দ্রুততম সময়ে ফল প্রকাশ (Result Update) করা যায়।

ভাইভায় ডাক পাবেন কত প্রার্থী? (Candidates for Viva Voce)

লিখিত পরীক্ষার পর কতজনকে মৌখিক পরীক্ষায় (Viva Voce) ডাকা হবে তা নিয়ে প্রার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল রয়েছে। অধিদপ্তর জানিয়েছে:

  • জেলাভিত্তিক মোট শূন্য পদের (Vacant Posts) বিপরীতে তিনগুণ (3 times) প্রার্থীকে ভাইভায় ডাকা হবে।
  • উদাহরণস্বরূপ, কোনো জেলায় ৬০টি পদ শূন্য থাকলে সেখানে সর্বোচ্চ নম্বরধারী ১৮০ জনকে ভাইভার জন্য নির্বাচিত করা হবে।
  • কোটাধারী প্রার্থীদের (Quota Candidates) ক্ষেত্রেও একই তিনগুণ পদ্ধতি অনুসরণ করা হবে।

আরও পড়ুন:

চূড়ান্ত নিয়োগ ও পরবর্তী কার্যক্রম (Final Result and Appointment)

লিখিত পরীক্ষার ফল প্রকাশের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে মৌখিক পরীক্ষা (Interview) শুরু হতে পারে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (DPEO) ভাইভা অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ (Final Merit List) এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এসআর