ঢাবিতে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা সভা

ঢাবিতে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ঢাবিতে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে | ছবি: এখন টিভি
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে (ডাকসু ও শিক্ষার্থীদের ঘোষণায় শহিদ শরিফ ওসমান হাদি হল) বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) আয়োজিত এ আলোচনা সভা শেষে উন্মোচন করা হয় ‘ভারতীয় আধিপত্যের কালো ছায়া’ শীর্ষক একটি বই। বইটির লেখক সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ রোকন উদ্দিন।

বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ‘আধিপত্যবাদ এমন এক ভয়ংকর ব্যবস্থা যা মানুষের স্বাধীন চিন্তা ও আত্মপরিচয়কে ধ্বংস করে দেয়। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটি জাতির মানসিক জগৎকে নিয়ন্ত্রণ করাই এর প্রধান লক্ষ্য।’

আরও পড়ুন:

এছাড়া এ অনুষ্ঠানে ভারতীয় আধিপত্য ও আঞ্চলিক আগ্রাসনের নানা দিকও তুলে ধরেন বক্তারা। তারা বলেন, প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও ভারত নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত ও নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছে।

তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে গড়ে তুলতে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আধিপত্যবাদী পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। নতুন বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ কিংবা বিদেশি আগ্রাসনের সুযোগ না থাকে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

এসএইচ