আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) দুটি ইভেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী তরুণ শিক্ষার্থীরা রোবোলিউশন ২০২৫-এ উপস্থিত হয়ে তাদের রোবোটিক্স উদ্ভাবন প্রদর্শন করে। এমআইএসটি রোবোটিক্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রোবোটিক্স প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণ করে। একইসঙ্গে, চতুর্থ আইইইই আন্তর্জাতিক সম্মেলন (রেইকন) চলমান ছিল, যেখানে প্রযুক্তিভিত্তিক সেশন ও কী-নোট বক্তৃতা আয়োজন করা হয়।
রোবোলিউশন ২০২৫-এর কার্যক্রম শুরু হয় রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মাধ্যমে। পরে শহিদ ইয়ামিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল ব্যাটল অব বটস, লাইন ফলোয়িং রেস, সকার বট, কসমো ক্লেঞ্চ, ভ্যালোরান্ট গেমিং কম্পিটিশন, ভিএলএসআই ডিজাইন ও অর্ডুইনো কোড চ্যালেঞ্জ—যা এমআইএসটি ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা যাচাই করা ও তরুণ উদ্ভাবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
আইইইই সম্মেলনের সেশনগুলো রোবোলিউশনের বিভিন্ন ইভেন্টের সঙ্গে তাল মিলিয়ে অনুষ্ঠিত হয়। যেখানে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সংক্রান্ত প্রযুক্তি উপস্থাপনা ও কী-নোট বক্তৃতা ছিল। এমআইএসটি রোবোটিক্স ক্লাব ও আইইইই বাংলাদেশের যৌথ আয়োজনে এ আয়োজন অ্যাকাডেমিক ও পেশাজীবী মহলের জন্য আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনে যুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।—আইএসপিআর





