এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল পক্ষের সাথে আলোচনা করে এ তারিখ নির্ধারণ করা হয়।’
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই তারিখ ঘোষণার সাথে সাথে শিক্ষার্থীদের একটি অংশ নির্বাচন এগিয়ে নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অবরুদ্ধ করে রাখে উপাচার্যসহ নির্বাচন কমিশনের সদস্যদেরও।
এর প্রতিবাদে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র মজলিশ ও ছাত্র শিবির একাত্মতা ঘোষণা করে উপাচার্যসহ প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের অবরুদ্ধ করে নির্বাচন ৮ ডিসেম্বরে এগিয়ে আনার দাবি তোলে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।





