জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢাবি সাইক্লিং ক্লাব ও ডাকসুর সাইকেল যাত্রা

সাইকেল যাত্রায় বক্তব্য রাখছেন ডাকসু ভিপি
সাইকেল যাত্রায় বক্তব্য রাখছেন ডাকসু ভিপি | ছবি: সংগৃহীত
0

গ্রিনহাউস ও কার্বন নিঃসরণ কমানোর বার্তা ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাইকেল যাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব ও ডাকসু।

সাইকেল যাত্রায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন ডাকসু ভিপি সাদিক কাইয়ুম। তিনি বলেন, ‘দেশের বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, নদী-নালা ও জীব-বৈচিত্র্য রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ জরুরি।’

আরও পড়ুন:

এ সময় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

একইসঙ্গে ব্রাজিলে অনুষ্ঠেয় কপ–৩০ সম্মেলনে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান, বাস্তবধর্মী পরিবেশ পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

ইএ