জকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২২ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ | ছবি: এখন টিভি
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন। আজ (বুধবার, ৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেয়া হয়।

নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান। তফসিলে জানানো হয়, নির্বাচনে প্রচারণার সময় দেয়া হয়েছে আগামী ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর।

এর আগে, ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের প্রাথমিক আচরণবিধি প্রকাশিত হয়, যেখানে প্রার্থী হতে হলে ডোপ টেস্টকে বাধ্যতামূলক শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর এবার প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রসংসদ নির্বাচনের সুযোগ পেতে যাচ্ছেন।

এফএস