তফসিল ঘোষণার আগেই শাকসুর চার নির্বাচন কমিশনারের পদত্যাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি ৪ জন নির্বাচন কমিশনার। এর আগে, গত ২৭ অক্টোবর ১৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির জানান, গতকাল (রোববার, ২ নভেম্বর) বিকেলে তারা এসব পদত্যাগপত্র জমা দেন। তবে গোপনীয় নথি হওয়ায় চিঠিতে কী লেখা আছে সে বিষয়টি অবগত নয় বলেও জানান তিনি।

তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, তাদের যেহেতু প্রশাসন নিয়োগ দিয়েছে, কেউ যদি পদত্যাগ করেন, তাহলে তাদের কাছেই করবে। কিন্তু এ ব্যাপারে এখনও অবগত নন তিনি।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেয়া এ ৪ জন শিক্ষক হলেন—গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

এসএইচ