মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) জিএস সাঈদ বিন হাবিব অন্তর্বর্তী সরকারের কাছে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ প্রকাশের দাবি জানান।
তিনি বলেন, ‘অন্য সব দেশের সঙ্গে করা বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে।’ এসময় বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে সরকারকে আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ বলেন, ‘আমাদের তিস্তার পাড়ের জনগণের বছরের পর বছর নদী ভেঙে সর্বনাশ হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আমরা এসব আর হতে দেবো না।’
এরপর ক্যাম্পাসে মশাল মিছিলও করেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।





