গত বছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ১৮ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। ৮৩ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।
এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ২৬ জুন থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে ১৯ আগস্ট পর্যন্ত।
আরও পড়ুন:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম জানান, জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা পড়াশোনা করতে ব্যাঘাত হওয়া পাশের হার কমেছে।
আর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন বলেন, পরীক্ষায় আগে একই কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজে পরীক্ষা দিয়েছিল এবার সেটি করতে দেয়া হয়নি। সে কারণেও পাসের হার কমেছে।
তবে এ বছর এ শিক্ষা বোর্ডে ২০টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি।





