এ উপলক্ষ্যে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সকাল থেকে ক্যাম্পাসের ছয়টি গেট দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। প্রবেশদ্বারগুলোয় পুলিশ আনসারসহ নিরাপত্তা-কর্মীরা পরিচয়হীন ও সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করেছেন। শিক্ষার্থীরা স্টুডেন্ট কার্ড ও অন্যান্যরা নির্বাচন কমিশনের পাস ব্যতীত প্রবেশ করতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ে ৯টি অ্যাকাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে এরমধ্যেই স্বচ্ছ ব্যালটবক্স ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। এতে ১৭টি কেন্দ্র ও বুথগুলোয় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টরা উপস্থিত হয়েছেন।
আরও পড়ন:
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৬০ জন সিনেটে ৬২ জন ও হল সংসদে ৬০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে ১০টি প্যানেলেসহ ভিপি পদে লড়ছেন ২০ জন, জিএস পদে ১৫ এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী ভোটার রাকসুর প্রতিনিধি নির্বাচনে ভোটের মাধ্যমে তারা নতুন ভিপি খুঁজে নিবেন।





