চাকসু নির্বাচন: নতুন ভিপি-জিএস ছাত্রশিবিরের, এজিএস ছাত্রদলের

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল থেকে এজিএস ও সহ-ক্রীড়া সম্পাদকের দুই পদ ছাড়া বাকি সবগুলোতে নিরুঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির। শিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' প্যানেল থেকে ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) ভোর চারটার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

চাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর দেখা যায়, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ ভিপি ও জিএসসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন সম্প্রীতির শিক্ষার্থী জোট-এর প্রার্থীরা।

সহ-সভাপতি (ভিপি) : নির্বাচিত হয়েছেন ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মো. ইব্রাহীম হোসেন রনি।

সাধারণ সম্পাদক (জিএস) : এই পদে জয়ী হয়েছেন একই জোটের সাঈদ বিন হাবিব।

সহ সাধারণ সম্পাদক (এজিএস) : এই একমাত্র গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছেন ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক : নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাওন আব্দুল্লাহ আল নোমান (সম্প্রীতির শিক্ষার্থী জোট)।

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : জয় পেয়েছেন হারেজুল ইসলাম আব্দুল্লাহ আল নোমান (সম্প্রীতির শিক্ষার্থী জোট)।

৭. সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন আব্দুল্লাহ আল নোমান (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

৮.দপ্তর সম্পাদক:আব্দুল্লাহ আল নোমান (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

৯.সহ দপ্তর সম্পাদক:

জান্নাতুল আদন নুসরাত (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১০.ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা(শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১১.সহছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা(শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১২.বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাহবুবুর রহমান(শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১৩.গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন(শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১৪.সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক: তাহসিনা রহমান(শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১৫.স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আফনান হাসান ইমরান (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১৬.মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: মোনায়েম শরীফ (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১৭.ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান সোহান (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১৮.যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক: মোহাম্মদ ইসহাক ভূঁইয়া (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

১৯.সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক: ওবায়দুল সালমান (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

২০.আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোঃ ফজলে রাব্বি তৌহিদ (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

২১.পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: মাসুম বিল্লাহ (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

এছাড়াও, নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা(শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট), সোহানুর রহমান (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট), আকাশ দাশ (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট), আদনান শরীফ (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট), সালমান ফারসী (শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট)

মোট ২৬টি পদের মধ্যে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা অন্যান্য সম্পাদকীয় পদ এবং সবকটি নির্বাহী সদস্য পদসহ মোট ২৪টি আসনে জয়লাভ করেছেন। তাদের জয় পাওয়া গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলির মধ্যে রয়েছে দপ্তর সম্পাদক, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক।

অন্যদিকে, সহ-ক্রীড়া সম্পাদক এই একটিমাত্র পদে জয় পেয়েছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী তামান্না মাহবুব।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে সম্প্রীতির শিক্ষার্থী জোট-এর এমন একচ্ছত্র আধিপত্য ক্যাম্পাসের ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ইএ