মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আচরণবিধি, প্রচার প্রচারণা, ভোটের দিনের যানবাহন ব্যবস্থাসহ নানান বিষয়ে জানতে চান। এসব প্রশ্নের উত্তরের কমিশন জানায়, ভোটের দিন বাড়তি শিডিউলে শাটল চলাচলের ব্যবস্থা রাখা হবে। একইসঙ্গে অতিরিক্ত বাস সংযোজন করা যায় কি না, সেটিও ভেবে দেখার কথা জানায় কমিশন।
আরও পড়ুন:
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির ব্যালটের কথা উঠলেও তা সময়সাপেক্ষ বলেন কমিশন। এসময় ভোটের দিন ক্যাম্পাসের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। ওইদিন স্টিকার ব্যতীত কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানায় কমিশন।





