সম্প্রতি আমির হামজা তার বক্তব্যে দাবি করেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন। এছাড়াও তিনি আরও বলেন, আবাসিক হলে সকালে শিক্ষার্থীদের ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমির হামজার এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’ ২০১১ সালে চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম শিক্ষার্থী ভর্তি করা হয়। তাই তার ভর্তি হওয়ার দাবিটি অসত্য।
আরও পড়ুন:
একই সঙ্গে, আবাসিক হলে ‘মদ’ দিয়ে কুলি করার বর্ণনাও সম্পূর্ণ মনগড়া, যার কোনো প্রমাণ নেই। এছাড়া, শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর যে কথা তিনি বলেছেন, সেটিও সম্পূর্ণ মিথ্যা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, জাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সবসময়ই প্রশংসনীয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে এমন উদ্দেশ্যমূলক ও মিথ্যা বক্তব্য দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আমির হামজাকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।





