চাকসু নির্বাচন: চলছে প্রার্থী তালিকা যাচাই বাছাই

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা যাচাই বাছাই চলছে। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেয়া মনোনয়নগুলোতে প্রয়োজনীয় তথ্যগুলো আছে কি না, ডোপ টেস্টের রশিদ, সমর্থকের ছবি স্বাক্ষর বিষয়গুলো ঠিকমতো আছে কি না তা যাচাই বাছাই করা হবে। এরপর মঙ্গলবার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বুধবার পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার।

এরপর ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে এরইমধ্যে প্যানেল ঘোষণা, ইশেতহার ও প্রচার পত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজও দুটি প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট ১১ টি প্যানেল ঘোষণা হয়েছে।

এএইচ