চাকসু নির্বাচন: ভিপি প্রার্থী ২৫, জিএস-এজিএস পদে ২২ জন করে মনোনয়ন জমা দিয়েছেন

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে এ পর্যন্ত ভিপি পদে ২৫ জন এবং জিএস ও এজিএস পদে ২২ জন করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় সংসদে সব পদ মিলিয়ে ৪২৯ জন মনোনয়ন জমা দিয়েছে। আর হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৯৩১ জন।

এসব মনোনয়ন যাচাই বাছাই চলবে আগামীকাল (রোববার, ২১ সেপ্টেম্বর) পর্যন্ত। এরপর সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা।

আরও পড়ুন:

আগামী (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) প্রার্থীতা প্রত্যাহার এবং বুধবার (২৪ সেপ্টেম্বর) আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে এখন পর্যন্ত চাকসু নির্বাচনের অন্তত ১০টি প্যানেল ঘোষণা হয়েছে। স্বতন্ত্রভাবেও লড়ছেন বহু শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে শুরু হয়ে গেছে প্রচার-প্রচারণা।

এসএস