আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি একথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন।
আবিদুল ইসলাম খান লেখেন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি কেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় নির্ধারিত সময় বিকেল ৪টায়। তবে ৪টার পরও যারা লাইনে ছিলেন তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।





